ঢাকা, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১২:১৯ অপরাহ্ন
লৌহজংয়ে প্রকাশ্যে জুয়া খেলায় ১১ জুয়াড়ি গ্রেফতার
এম,এ কাইয়ুম মাইজভান্ডারি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রকাশ্যে অর্থের বিনিময়ে জুয়া খেলায় ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বুধবার(৬ জুলাই) রাত সোয়া ৯ টার দিকে উপজেলার হলুদিয়া ইউনিয়নের গোয়ালি মান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন, রিপন (৪৫) উপজেলার গোয়ালীমান্দা গ্রামের কাশেম মালের ছেলে, মোঃ মইনুদ্দিন (২৭), মৃত শেখ সাদেরে ছেলে,মোঃ আলাউদ্দিন (৩০), খড়িয়া গ্রামের মৃত আলীমুদ্দিন সর্দারের ছেলে,

মোঃ বাবুল (৪০), গোয়ালি মান্দা গ্রামের মৃত সামজেল হোসেনের ছেলে, মোঃ আজমীর (২৫), মৃত শেখ সর্দারের ছেলে,  মোঃ মাসুদ (৪৫), খড়িয়া গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে, মোঃ এনামুল (৪৫), গোয়ালি মান্দা গ্রামের মৃত জিন্নাত আলী সর্দারের ছেলে, মোঃ আবির (২৫),  মৃত শেখ সাদীর ছেলে, মোঃ সাইফুল (৩৫), মৃত রেদোয়ানের ছেলে, মোঃ মোয়াজ্জেম (৫০),  মৃত মাইনুদ্দিনের ছেলে ও মোঃ সোহেল (২৮), সাভার উপজেলার সাভারগ্রামের বর্তমানে গোয়ালি মান্দা গ্রামের মোঃ আক্কেল আলীর ছেলে।

র‌্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তথ্যের র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আবু ছালেহ দের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  ঘটনাস্থলে পৌছে অর্থের বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলার উপকর ০৩ সেট তাস ও  নগদ ৩৭,হাজার টাকাসহ তাদের গ্রেফতার করা হয়।

বর্ণিত জুয়াড়ি মোঃ তারা মিয়ার পরিত্যক্ত ঘরে তারা মিয়ার অজানন্তে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে নিয়মিত প্রকাশ্যে জুয়া খেলে আসছিল। দিন দিন অর্থের বিনিময়ে জুয়া খেলা বৃদ্ধি পাচ্ছে। তাই র‌্যাবের প্রকাশ্যে অর্থের বিনিময়ে জুয়া খেলা বিরোধী অভিযান অব্যহত থাকবে।

উক্ত জুয়াড়িদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x