ঢাকা, বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন
অভাবের তাড়নায় প্রাণ দিলেন মুন্সীগঞ্জের এক দিনমজুর
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

অভাবের কারণে মুন্সীগঞ্জে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে এক দিনমজুর আত্মহত্যা করেছেন।

তার পরিবারের সদস্যরা বলছেন, মহামারী নিয়ন্ত্রণের লকডাউনের মধ্যে কাজ না থাকায় অভাবের কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।নিহতের নাম দ্বীন ইসলাম (২৫)।

রোববার দুপুরে সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকার একটি বাসা থেকে ওই  যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত দ্বীন ইসলাম মা, স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে মুক্তারপুর এলাকায় ভাড়াবাসায় থাকতেন। তার বাড়ি

বরিশালের কাউনিয়ায় বলে জানা গেছে।

নিহতের মা জুলেখা বেগম বলেন, লকডাউনে দ্বীন ইসলামের কাজ ছিল না। ও পোলাপানরে ঠিকমতো খাবার দিতে পারতাছিল না। এটি নিয়ে সংসারে সমস্যা চলছিল।

নিহতের স্ত্রী শাহিদা বেগম বলেন, লকডাউনে স্বামীর কাজ ছিল না। সংসারে অভাব। এ কারণে উনি আত্মহত্যা করেছেন; ভেবেছেন, পোলাপাইনরে খাওয়াইতে পারি না বাইচ্চা থাকাইকা কী করুম।

স্থানীয়রা জানান, কাজ না থাকায় দ্বীন ইসলামের সংসারে অভাব-অনটন লেগেই ছিল। এ নিয়ে সংসারে ঝগড়াঝাটিও চলছিল। রোববার সকালেও স্ত্রীর সঙ্গে তার ঝগড়া বাধে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবুবকর সিদ্দিক বলেন, করোনায় ওই যুবকের কাজ না থাকার বিষয়টি আমার জানা নেই। তবে স্ত্রীর সঙ্গে ঝগড়ার কারণে দ্বীন ইসলাম আত্মহত্যা করেছেন।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

3 responses to “অভাবের তাড়নায় প্রাণ দিলেন মুন্সীগঞ্জের এক দিনমজুর”

  1. … [Trackback]

    […] There you will find 51062 more Info on that Topic: doinikdak.com/news/32597 […]

  2. … [Trackback]

    […] Find More here to that Topic: doinikdak.com/news/32597 […]

  3. … [Trackback]

    […] Read More to that Topic: doinikdak.com/news/32597 […]

Leave a Reply

Your email address will not be published.

x