ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন
ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল ১৪ জুন পর্যন্ত
অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আগামী ১৪ জুন পর্যন্ত ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ‘আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে আবারও পর্যালোচনা করা হবে।’

আজ পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই সময় অনুমতি নিয়ে বেনাপোল, আগরতলা, হিলি ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশিরা প্রবেশ করতে পারবেন। আমদানি–রপ্তানি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম চলবে।

One response to “ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল ১৪ জুন পর্যন্ত”

  1. Siempre que haya una red, puede grabar en tiempo real de forma remota, sin instalación de hardware especial.

Leave a Reply

Your email address will not be published.

x