চীনের কাছ থেকে দেড় কোটি টিকা কেনা হবে। বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (২৫ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান।
ড. মোমেন বলেন, চীনের কাছ থেকে আমরা দেড় কোটি টিকা কিনবো। আগামী জুন-জুলাইয়ের মধ্যে এই টিকা আসা শুরু হবে। প্রতি মাসে ৫০ লাখ টিকা আনা হবে।
আমরা বিভিন্ন দেশ থেকে টিকা আনার চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র থেকে যে টিকা আনার উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে মার্কিন ওষুধ প্রশাসনের (এফডিআই) অনুমতি লাগবে। সে কারণে জটিলতা তৈরি হয়েছে। ’
চীন বাংলাদেশকে প্রথম ধাপে ৫ লাখ টিকা উপহার দিয়েছে। দ্বিতীয় ধাপে বাংলাদেশকে ৬ লাখ টিকা উপহারের ঘোষণা দিয়েছে দেশটি।
prague plug https://cocaine-prague-shop.com
vhq cocaine in prague cocain in prague from brazil