ঢাকা, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন
পাচার হওয়া ২ যুবতীকে ফেরত দিলো ভারত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পাচার হওয়া ২ যুবতীকে ফেরত দিলো ভারত

ভারতে পাচার হওয়ার দুই নারীকে বেনাপোল দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা নারীরা হলেন- বিল্লাল হোসেনের মেয়ে মৌসুমি খাতুন (২৪) ও শহিদ বিশ্বাসের মেয়ে মরিয়ম খাতুন (২৫)।  এদের বাড়ি সিরাজগঞ্জ ও যশোর জেলায়।

যশোরের এনজিও সংস্হা জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তা শাওলী সুলতানা জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে অবৈধপথে তারা দালালের মাধ্যমে ভারতের মুম্বাইতে যায়। পরে পাচারকারী তাদের ভালো কাজ না দিয়ে ঝুঁকি পূর্ণ কাজে দেয়। এরপর পুলিশ তাদের আটক করে।

পরবর্তীকালে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এক পর্যায়ে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে আজ মঙ্গলবার তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হেফাজতে দেওয়া হয়েছে। তারা বেনাপোলের একটি হোটেলে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রেখেছেন। কোয়ারেন্টেন শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এনজিও-র কর্মকর্তা শাওলী সুলতানা।

3 responses to “পাচার হওয়া ২ যুবতীকে ফেরত দিলো ভারত”

  1. … [Trackback]

    […] Read More Info here to that Topic: doinikdak.com/news/38795 […]

  2. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/38795 […]

  3. … [Trackback]

    […] Read More Info here to that Topic: doinikdak.com/news/38795 […]

Leave a Reply

Your email address will not be published.

x