ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পোকখালীতে হেল্প দ্যা হিউম্যানেটির উদ্যোগে অসহায়দের মাঝে ত্রান বিতরন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীর গোমাতলীতে হেল্প দ্যা হিউম্যানেটির উদ্যোগে অসহায়দের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।

৪ই আগষ্ট সকালে ইউনিয়নের গোমাতলীস্থ চর পাড়া এলাকায় অসংখ্য অসহায়-হতদরিদ্র পরি বারের মাঝে চাল-ডাল ও তেল বিতরন করেছেন

হেল্প দ্যা হিউম্যানের চেয়ারম্যান এবং ঈদগাহ মড়েল হাসপাতালও ডায়াবেটিস কেয়ার সেন্টারব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলী।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, হাসপাতালের অর্থ বিভাগের দায়িত্বশীল আবু বক্কর ফরাজী, মৌলনা শামশুল আলম ও উপজাতীয় মুসলিম আদর্শ সংঘ সভাপতি সাইফুল ইসলাম ত্রিপুরা সহ স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x