জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি: ভৈরবে র্যাবের পৃথক পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা। আটককৃতরা হলো জহিরুল ইসলাম(৪০), শরিফুল ইসলাম (২৭), হাওয়া বেগম (৩০) ও আয়শা খাতুন (৩৫) । আজ সোমবার সকাল আনুমানিক সাড়ে এগারটার সময় ভৈরব শহরের দুর্জয় মোড় থেকে অটক করা হয় বলে জানায় র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা শহরের দুর্জয় মোড় এলাকায় পৃথক পৃথক অভিযান উপরোল্লিখিত ৪ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের নিজ হেফাজতে রাখা ৮ কেজি মাদকদ্রব্য গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল সহ ১ টি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা ও ফেন্সিডিল দেশের অভ্যন্তরে নিয়ে আসত। তারা উদ্ধারকৃত গাঁজা ও ফেন্সিডিল এর চালানটি ঢাকা ও ময়মনসিংহ এর জনৈক মাদক ব্যাবসায়ীর নিকট বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল বলে ধৃত আসামীরা স্বীকার করে।