ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
অবৈধ জালে মাছ শিকারের দায়ে দুই জেলের ১ বছরের কারাদন্ড
Reporter Name
অবৈধ জালে মাছ শিকারের দায়ে দুই জেলের ১ বছরের কারাদন্ড, ৭টি বেহুন্দী জাল ও ট্রলার জব্দ

এইচ এম জহিরুল ইসলাম মারুফ, স্টাফ রিপোর্টার: ঝালকাঠির রাজাপুরে, বিষখালি নদীতে অবৈধ বেহুন্দী জাল দিয়ে পোনামাছ শিকারের অপরাধে দুই জেলেকে ১ বছর করে বিনাশ্রম কারান্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডিতরা হলো-বাখেরগঞ্জ উপজেলার রুপারজোর এলাকার মৃত কাঞ্চন নিকারীর ছেলে মো. হেলাল নিকারী (৩০) ও মৃত রুপ গাজীর ছেলে মো. শহিদ গাজী (৪০)। মৎস্য অফিস সূত্র জানায়, উপজেলার বড়ইয়া ইউনিয়নের বিশখালী নদীর নিজামিয়া ও উত্তর পালট এলাকায় রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টার পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ২ জেলেকে আটক করা হয়।

এ সময় অবৈধ ৭টি বেহুন্দী জাল ও একটি ছোট কাঠের ট্রলার জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন এ তথ্য প্রদান করেন। অভিযানে উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ অংশ নেয়।

One response to “অবৈধ জালে মাছ শিকারের দায়ে দুই জেলের ১ বছরের কারাদন্ড”

  1. vig rx says:

    … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/9977 […]

Leave a Reply

Your email address will not be published.

x