ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
ভারতে থাকা বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান
Reporter Name

করোনা পরিস্থিতিতে ভারতে অবস্থান করা বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (২৬ এপ্রিল) হাইকমিশন এক সার্কুলারে এ আহ্বান জানায়।

বাংলাদেশ হাইকমিশনের নির্দেশনায় উল্লেখ করা হয়, যেসব বাংলাদেশি নাগরিক এখন ভারতে অবস্থান করছেন, তাদের করোনা পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে চলাফেরা না করার জন্য অনুরোধ করা হয়েছে। করোনায় স্বাস্থ্যবিধি ও স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করা হয়।

ভারতে করোনার প্রকোপ বেড়েছে। দেশটিতে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার লোক করোনায় মারা যাচ্ছেন।

x