ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালনা পর্ষদের ২০২১-২৩ মেয়াদের নির্বাচনে ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭৮ জন পরিচালক।
সোমবার সংগঠনটির নির্বাচন পরিচালনা বোর্ড নির্বাচিত পরিচালকদের তালিকা প্রকাশ করেছে।
এর আগে ২১ এপ্রিল নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আলী আশরাফসহ নির্বাচন বোর্ডের সদস্যদের স্বাক্ষরিত ৮২ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
৮০ পরিচালক পদের জন্য বৈধ প্রার্থী ছিলেন ৮২ জন। এদের মধ্যে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের আজিজুল হক ও গাইবান্ধার আবুল খায়ের মুরসালিন পারভেজ। অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে প্রত্যাহার করেছেন আক্কাস মাহমুদ ও আলী জামান। ফলে বৈধ ৭৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তফসিল অনুযায়ী, আগামী ৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭৮ জন নির্বাচন হওয়ায় এখন আর ভোটের প্রয়োজন হবে না।
নির্বাচন বোর্ড সূত্র জানায়, মনোনীত পরিচালক পদে চেম্বার গ্রুপে ১৭টি ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৭টি পদের বিপরীতে ১৬ জন করে মোট ৩২ জন প্রার্থী হয়েছিলেন। দুটি মনোনীত পরিচালক পদে প্রার্থী দেয়নি গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)।
অপরদিকে, ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার জন্য চেম্বার গ্রুপের ২৩ পদের বিপরীতে ২৫ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পদের বিপরীতে ২৫ জন প্রার্থী হয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে অ্যাসোসিয়েশনে দুইজন ও চেম্বারে দু্ইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় অ্যাসোসিয়েশনে ২৩ ও চেম্বারে ২৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে একমাত্র সভাপতি প্রার্থী বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ছাড়াও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মনোনীত পরিচালক নির্বাচিত হয়েছেন- এ কে এম সেলিম ওসমান, ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, নজরুল ইসলাম মজুমদার, সৈয়দ সাদাত আলমাস কবির, এস. এম. সফিউজ্জামান, মো. আমিন উল্লাহ, আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, এ কে এম মনিরুল হক, মোহাম্মাদ মাহবুবুর রহমান পাটোয়ারী, আবু হোসাইন ভুইঁয়া রানা, খন্দকার এনায়েত উল্লাহ, মোহাম্মদ আলী খোকন, মুনির হোসেন, আলমগীর শামসুল আলামিন কাজল ও কেএম আখতারুজ্জামান।
অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- আবু মোতালেব, রব্বানী জব্বার, খন্দকার মনিউর রহমান জুয়েল, জামাল উদ্দিন, মুনতাকিম আশরাফ, মীর নিজাম উদ্দিন আহমেদ, রাশিদুল হাসান চৌধুরী রনি, এম জে আর নাসির মজুমদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এম এ মোমেন, হাবিব উল্লাহ ডন, শফিকুল ইসলাম ভরসা, আমিন হেলালী, হাফেজ হারুন, ড. ফেরদৌসী বেগম, আমজাদ হোসেন, নিজাম উদ্দিন রাজেশ, আসলাম সেরনিয়াবাদ, ড. কাজী এরতেজা হাসান, শাহিন আহমেদ, শমী কায়সার, আবু নাসের ও ড. নাদিয়া বিনতে আমিন।
অপরদিকে চেম্বার গ্রুপ থেকে মনোনীত পরিচালক হলেন- যশোদা জীবন দেবনাথ, প্রীতি চক্রবর্তী, সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহ, নিজাম উদ্দিন,মোহাম্মদ নুরুন নেওয়াজ, এ এম মাহবুব চৌধুরী, ডা. মুনাল মাহবুব, আবুল কাশেম খান, নাজ ফারহানা, কাজী আমিনুল হক, সাইফুল ইসলাম, আমিনুল হক শামীম, মো. শামসুজ্জামান, মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রেজাউল ইসলাম মিলন ও তাহমিন আহমেদ।
চেম্বার গ্রুপ থেকে ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন- হাসিনা নেওয়াজ, মাসুদুর রহমান মিলন, দিলিপ কুমার আগরওয়ালা, মাসুদ পারভেজ খান ইমরান, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, রেজাউল করিম রেজনু, গাজী গোলাম আশরিয়া, গোলাম মোহাম্মদ, বিজয় কুমার কেজরিওয়াল, সজিব রঞ্জন দাস, মো. ইকবাল শাহরিয়ার, আলী হোসেন, শাহ জালাল, মোহাম্মদ বজলুর রহমান, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, মোহাম্মদ রিয়াদ আলী, খায়রুল হুদা চপল, খান আহমেদ শুভ, মুতাসিরুল ইসলাম, এস এম জাহাঙ্গীর আলম মানিক, এম এ রাজ্জাক খান, হুমায়ুন রশিদ খান পাঠান ও সালাউদ্দিন আলমগীর।
… [Trackback]
[…] Information to that Topic: doinikdak.com/news/9899 […]
… [Trackback]
[…] Read More on that Topic: doinikdak.com/news/9899 […]
… [Trackback]
[…] Find More to that Topic: doinikdak.com/news/9899 […]
lasuna oral – oral diarex buy himcolin for sale
order besivance sale – buy carbocisteine without a prescription purchase sildamax pills
gabapentin 600mg generic – order gabapentin for sale buy azulfidine sale
how to buy probalan – carbamazepine without prescription carbamazepine without prescription
colospa 135 mg generic – pletal 100 mg price buy pletal 100 mg for sale
celecoxib 200mg uk – buy indomethacin 50mg pills indocin 75mg generic
buy voltaren pill – buy cambia generic order aspirin generic
rumalaya without prescription – how to get shallaki without a prescription amitriptyline 50mg drug
order mestinon 60 mg sale – buy sumatriptan 25mg online buy azathioprine generic
purchase voveran pill – order nimodipine online nimodipine medication
buy ozobax – piroxicam 20 mg usa buy piroxicam without a prescription
meloxicam 15mg drug – purchase maxalt generic purchase toradol
periactin buy online – tizanidine medication order tizanidine 2mg for sale
buy artane no prescription – buy generic trihexyphenidyl order voltaren gel online cheap
cefdinir 300mg canada – clindamycin generic
accutane without prescription – order deltasone 5mg online deltasone 20mg sale
deltasone online order – order permethrin generic order permethrin without prescription
order generic acticin – buy permethrin online retin cream drug