হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার: জীবন কতো নির্মম যখন কঠিন বাস্তবতা নিয়ে আসে তখনি বুঝতে পারা যায়। যে সুখের আশায় নিজের পেটে চার চারটি সন্তান ধরে মানুষ করেছেন।
সেই সুখের দেখা আর হলো না বৃদ্ধা খাইরুনের। কিন্তু জীবনের শেষ বেলায় ঠাঁই হয়নি তাদের কারও ঘরে। রবিবার রাতে রংপুর মহানগরীর আলমনগর এলাকার রাস্তা ফেলে যায় প্রিয়জনরা। এলাকাবাসী জানান, বৃদ্ধা খাইরুনকে এক ছেলের বাড়ি থেকে ওই এলাকায় বসবাসকারী আরেক মেয়ের বাড়িতে রাখতে যান নাতি-নাতনিরা। কিন্তু ওই মেয়ে রাখতে পারবে না বলে রাস্তায় ফেলে যায় তারা। খায়রুনের স্বামী মারা গেছেন অনেক আগেই। এই শহরে বাস করে তার ২ ছেলে ২ মেয়ে। পরে তার সন্তানদের সঙ্গে যোগাযোগ করলে তারা খাইরুনকে গ্রহণ করতে অস্বীকার করেন। বৃদ্ধা খায়রুনের মেয়ে বলেন, উনি আমার আসল মা নয় সৎমা হয়। তার মেয়ে ওনাকে আমার কাছে এনেছিল। আমার খারাপ পরিস্থিতি দেখে আমার কাছে না রেখে তাকে নিয়ে যায়।
এ বিষয়ে রংপুর সমাজসেবা অফিসার শফিকুল ইসলাম পাইকার বলেন, জেলা প্রশাসক আসিব আহসান বিষয়টি অবগত হলে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে উদ্ধার করে ওল্ডহোমে নিয়ে যাওয়া হয়েছে।