২৬ এপ্রিল,জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধিঃ গত ২৬,২৭,২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাশকতা ভাংচুর অগ্নিসংযোগকারীদের অন্যতম আসামী বিল্লাল মিয়া (৩৮) ও ফাহিম (২৫) কে গেস্খফতার করেছে র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্প সদস্যরা। আসামী বিল্লাল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদর থানাধিন উত্তর শেরপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে এবং ফাহিম মিয়া একই এলাকার মাহবুব মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মৃত সঞ্জব আলীর ছেলে।
২৫ (এপ্রিল) রোববার রাত আনুমানিক দেড়টার সময় উল্লেখিত দুজনকে সদর মডেল থানাধীন উত্তর শেরপুর এলাকা হতে গ্রেফতার করা হয় বলে জানায় র্যাব।
র্যাব সুত্র জানায়, ২৬ মার্চ ২০২১ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে দেশব্যাপী অনুষ্ঠান চলাকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুস্কৃতিকারীরা অরাজকতা সৃষ্টি করে ধ্বংসযজ্ঞ এবং নাশকতা চালায়। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুরের মাধ্যমে জাতির পিতাসহ সমগ্র বাঙালি জাতিকে অবমূল্যায়ন করে। উল্লেখিত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ ঘটনার সাথে জড়িত হামলাকারীদের ছবি ও ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করতে সক্ষম হয়। এরই প্রেক্ষিতে উক্ত ঘঁটনার অন্যতম আসামী বিল্লাল মিয়া ও ফাহিম মিয়াকে গ্রেফতার করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।