ঢাকা, রবিবার ০৬ অক্টোবর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন
তিন টুকরো অবস্থায় পাওয়া গেল ইন্দোনেশিয়ার সাবমেরিন
Reporter Name
বেঁচে নেই কেউ

ইন্দোনেশিয়ায় নিখোঁজ নৌবাহিনীর সাবমেরিনটি তিন টুকরো অবস্থায় বালি দ্বীপের সমুদ্রের তলায় পাওয়া গেছে। সাবমেরিনটিতে থাকা ৫৩ নাবিকের সবাইকেই মৃত ঘোষণা করা হয়েছে।

ফিকে হয়ে আসছে নিখোঁজ ৫৩ সাবমেরিন আরোহী উদ্ধারের আশা  ‘পাওয়া কিছু জিনিস’ নিখোঁজ সাবমেরিনের বলে ধারণা উদ্ধারকারীদের

ইন্দোনেশিয়ার সামরিক ও নৌবাহিনীর কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন। মারা যাওয়া নাবিকদের স্বজনদের এরই মধ্যে সমবেদনা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।

গত বুধবার ডুবে যাওয়া সাবমেরিনটির হদিস পাওয়া যায় সাগরের ৮৫০ মিটার গভীর তলদেশে। সিঙ্গাপুরের একটি উদ্ধারকারী ডুবোজাহাজ ব্যবহার করে ভাঙা জাহাজটির ছবি তুলে আনা হয় বলে জানানো হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

এর আগে শনিবার সাবমেরিনটি পুরোপুরি ডুবে যাওয়ার খবর নিশ্চিত করেছিল সেনাবাহিনী। কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিন বুধবার বালি সাগরে এক সামরিক মহড়ার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়। সাবমেরিনটির ডুবে যাওয়ার কারণ এখনও পরিষ্কার নয়, বলছেন কর্মকর্তারা।

হারানো সাবমেরিনটির অনুসন্ধানে থাকা দল শনিবার সাবমেরিনের কিছু ধ্বংসাবশেষসহ একটি জায়নামাজ, সাবমেরিনের নোঙ্গর এবং নাবিকদের সুরক্ষা পোশাকের অবশিষ্ট অংশ খুঁজে পায়।

3 responses to “তিন টুকরো অবস্থায় পাওয়া গেল ইন্দোনেশিয়ার সাবমেরিন”

  1. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/9583 […]

  2. hihuay says:

    … [Trackback]

    […] Here you can find 14358 more Info to that Topic: doinikdak.com/news/9583 […]

  3. … [Trackback]

    […] Find More on on that Topic: doinikdak.com/news/9583 […]

Leave a Reply

Your email address will not be published.