ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
জরুরি ভিত্তিতে ২০ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা আনার চেষ্টা চলছে
Reporter Name
vaccine

বাংলাদেশে সেরাম ইনস্টিটিউট অব ইনডিয়ার করোনাভাইরাসের টিকার পরিবেশক বেক্সিমকো ফার্মসিউটিক্যালস জরুরি ভিত্তিতে ২০ লাখ ডোজ এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

তবে সেই টিকা ঠিক কবে হাতে পাওয়া যাবে তা নিয়ে কথা না হলেও মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তা হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

খুরশীদ আলম রোববার বিকালে  অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকার বিষয়ে শুক্রবার বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসানের সঙ্গে তার কথা হয়েছে।

“পাপন সাহেব পরশুদিন আমাকে বলেছেন, আপনার মিনিমাম কত হলে চলবে? আমি বললাম, ২০ লাখ ডোজ যদি হয় তাহলে শর্টটা কাভার দিয়ে দিতে পারব, আমার আর কোনো সমস্যা থাকে না। তিনি বললেন, ঠিক আছে এটা আপনি পেয়ে যাবেন চিন্তা কইরেন না। তবে এক্সাক্ট কোনো ডেট নিয়ে কথা হয়নি।”

এর আগে দুপুরে জাতীয় ম্যালেরিয়া নির্মূল দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি সাংবাদিকদের বলেন, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে কোভেক্স থেকে এটা ফাইজারের এক লাখ ডোজ টিকার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

“তবে অ্যাস্ট্রাজেনেকার টিকাটাই আমরা আশা করছি যে… আমাদের ঘাটতির… যেটুকু সম্ভাবনা ২০ লাখ ডোজ আমাদেরকে বেক্সিমকোর ঊর্ধ্বতন মহল জানিয়েছে যে তারা এই টিকাটা এর মধ্যে এনে দেবে।

x