ঢাকা, রবিবার ০৬ অক্টোবর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিল স্ত্রীর পরকীয়া প্রেমিক
Reporter Name

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের রামনগর গ্রামে। আহত স্বামী ধ্রুব গাইনকে (৩৫) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশ না করার স্বার্থে রামনগর গ্রামের একাধিক নারী-পুরুষ জানান, রামনগর গ্রামের ধনঞ্জয় গাইনের ছেলে ধ্রুব গাইনের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী দীজবর গাইনের ছেলে দীপক গাইনের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি দীপক গাইনের সঙ্গে ধ্রুবর স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটে। দীপক এ ঘটনার প্রতিশোধ নেয়ার সুযোগ খুঁজতে থাকে।

গত শুক্রবার রাত ১১টার দিকে দীপক প্রেমিকার বাড়িতে গিয়ে ধ্রুবর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় ধ্রুবর বিশেষ অঙ্গ কাটার ঘটনা ঘটে।

আহত ধ্রুব বলেন, ওই দিন আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি নিয়ে দীপক আমাদের বাড়িতে আসে। প্রথমে তার সঙ্গে ঝগড়াঝাটি হয়। পরে সে ধারালো ছুরি দিয়ে আমার ওপর হামলা করে। পরে আমাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সে আমার বিশেষ অঙ্গ কেটে দিয়ে পালিয়ে যায়। ওই রাতেই আমি কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।

ধ্রুবর স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কের কথা অস্বীকার করে বলেন, দীপক সম্পর্কে আমার কাকা হন। তার সঙ্গে আমার আগে সম্পর্ক ছিল। এখন কোনো সম্পর্ক নেই। সে প্রতিহিংসাবশত এ কাজ করেছে। আমি এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই। সঠিক তদন্ত করা হলেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, প্রতিপক্ষ ছুরি মারলে ধ্রুবর বিশেষ অঙ্গ কেটে যায় বলে শুনেছি। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। এ ব্যাপারে ধ্রুবর পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, ধ্রুব হাসপতালে ভর্তি রয়েছেন। তাকে চিকিৎসা করা হচ্ছে। গোপন অঙ্গে ছুরির আঘাত রয়েছে। তবে এ আঘাত সিরিয়াস নয়। সে শঙ্কামুক্ত। এখান থেকে চিকিৎসা নিয়েই সে সুস্থ হয়ে বাড়ি ফিরবে।

2 responses to “স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিল স্ত্রীর পরকীয়া প্রেমিক”

  1. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/9540 […]

  2. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/9540 […]

Leave a Reply

Your email address will not be published.