তৃপ্তি রঞ্জন সেন পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা শিববাটি ব্রিজ সংলগ্ন এলাকা ও নির্মানাধীন কৃষি কলেজের সন্নিকটে পাইকগাছা-কয়রা মেইন সড়কের পাশের নিমগাছে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রথমে তার নাম পরিচয় জানা না গেলেও মৃতদেহ উদ্ধারের কয়েক ঘন্টাপর তার পরিচয় সনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। থানা পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে পাইকগাছা-কয়রা সড়কের নির্মাণাধীন কৃষি কলেজের পাশে সরকারি রাস্তার পাশের নিম গাছে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী।
মৃত যুবকটির খালি গায়ে এবং পরনে ফুলপ্যান্ট ছিল। পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করলেও তার পরিচয় সনাক্ত করতে প্রথমে সক্ষম হয়নি। পরে ওসি মোঃ এজাজ শফীর আহ্বানে পিবিআই এবং সিআইবি বাংলাদেশ পুলিশের দুটি তদন্ত প্রতিষ্ঠান কালেকশন ভ্যান নিয়ে সরেজমিন চলে আসে। দুপুরের দিকে তথ্য প্রযুক্তির মাধ্যমে এনআইডি কর্তৃপক্ষের সহায়তায় থানার ওসি এজাজ শফী মৃত যুবকের পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়।
ওসি এজাজ শফী জানান, আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পেরেছি, মৃত যুবকের নাম পুষ্পেন মন্ডল (২৩) সে পার্শ্ববর্তী কয়রা উপজেলার উত্তরচান্নিরচক গ্রামের গনেশচন্দ্র মন্ডল ও সবিতা রানী মন্ডলের ছেলে। তার পারিবারিক সূত্রে জানতে পেরেছি শনিবার রাতে পরিবারের সাথে গোলোযোগ করে পুষ্পেন বাড়ী থেকে চলে আসে। এরপর তার পরিবারের লোক তাকে কেউ দেখেনি। থানা পুলিশের এ কর্মকর্তা জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এবং অধিকতর তদন্ত শেষে যুবক পুষ্পেনের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে
… [Trackback]
[…] Read More on that Topic: doinikdak.com/news/9525 […]
… [Trackback]
[…] Find More on to that Topic: doinikdak.com/news/9525 […]
… [Trackback]
[…] There you will find 25243 more Information on that Topic: doinikdak.com/news/9525 […]
… [Trackback]
[…] Information on that Topic: doinikdak.com/news/9525 […]