সুনামগঞ্জের জগন্নাথপুরে পতিত জমি থেকে কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে। সংঘর্ষে আহতরা হলেন, রাছনা বেগম, ইজাদ মিয়া, কাছম আলী, মমিন মিয়া, আজাদ মিয়া, লিপিয়া বেগম, মনির আলী ও ডলি বেগম। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
স্থানীয়রা জানান, ২৫ এপ্রিল রোববার মজিদপুর গ্রামের কাছম আলী পতিত জমি থেকে কিছু মাটি কেটে বাড়িতে আনেন ঘর লেপনের জন্য। এতে বাধা বাধা দেন নজির আলী। এ সময় নজির আলীর পক্ষ নিয়ে ছামির আলী এগিয়ে গেলে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখন প্রতি পক্ষের হামলায় কাছম আলী পক্ষের পঞ্চায়েত মানাতে গিয়ে রাছনা বেগম ও আরেক এতিম ছেলে ইজাদ মিয়া আহত হন এবং বাড়িঘর ভাংচুরের অভিযোগ করেন আহত কাছম আলী। তবে ছামির আলীর লোকজন কথা বলতে রাজি হননি।
… [Trackback]
[…] Read More on on that Topic: doinikdak.com/news/9513 […]
… [Trackback]
[…] Find More Info here to that Topic: doinikdak.com/news/9513 […]