বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলা ও হিন্দি ভাষায় দুটি গানের সুর ও সংগীত করেছেন এ আর রহমান। গানের ভিডিওটি জাতীয় প্যারেড স্কয়ারে ১০ দিনের মুজিব চিরন্তন উদযাপনের শেষ দিন প্রদর্শিত হয়
বাংলা ও হিন্দি ভাষায় এ গানের কথা লিখেছেন বাংলাদেশের খ্যাতিমান গীতিকার ও সাংবাদিক জুলফিকার রাসেল। বাংলা গানটির শিরোনাম ‘আজও শুনি বজ্রধ্বনি’, আর হিন্দি গানটি হচ্ছে ‘জয় বঙ্গবন্ধু’।
শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে তৈরি করা এ আর রহমানের এই গানে করতালি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।