বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শ্রীমঙ্গল বীরমুক্তিযোদ্ধো চলচিত্র অভিনেত্রী শায়রা বেগম কবরীর শোক সভা।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শ্রীমঙ্গল শাখা ২৪/ ৪ / ২১ রোজ শনিবার শ্রীমঙ্গল পৌর টাউন সংলগ্ন কৃষ্ণচূড়া তলে প্রাঙ্গনে বাংলা চলচিত্রের কিংবদন্তি অভিনেত্রী শায়রা বেগম কররীর স্বরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
ফোরকান উদ্দিন বীর প্রতীকের সভাপতিত্বে উক্ত সভায় অালোচনা করেন বিশিষ্ট গবেষক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আদিবাসী জনগোষ্ঠীর আহবায়ক পরিমল সিং বাড়াইক, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাউচার ইকবাল, রিপোটর্স ইউনিট শ্রীমঙ্গলের সভাপতি ইসমাইল মাহমুদ সাংবাদিক বাবলু ঠাকুর,তরুন দাস, মলয় কুমার রায় ভানু, আকাশ দত্ত, জাতীয় শ্রমিকলীগ শ্রীমঙ্গল শাখার সাধারন সম্পাদক মোঃ শাহজাহান আহমেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সায়রা বেগম কবরী স্বরনে ১ মিনিট নীরবতা পালন করে মুক্তিযোদ্ধার অন্যতম কন্ঠ যোদ্ধা ও সংগঠক সায়রা বেগম কবরীর প্রতি শোক ও শ্রদ্ধা জানানো হয়।
… [Trackback]
[…] Find More Info here on that Topic: doinikdak.com/news/9401 […]
… [Trackback]
[…] Information on that Topic: doinikdak.com/news/9401 […]