ভারতের কাছ থেকে চুক্তি অনুযায়ী করোনার টিকার পরের চালান কবে আসবে, সেই নিশ্চয়তা পাচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশের অনুরোধের জবাবে ভারত গতকাল শনিবার যে কূটনীতিক পত্র পাঠিয়েছে, তাতেও সেই অনিশ্চয়তা দূর হয়নি। বরং ভারত বাংলাদেশকে টিকা রপ্তানি আপাতত স্থগিত করারই ইঙ্গিত দিয়েছে।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রে গতকাল সেরাম ইনস্টিটিউটের টিকার বিষয়ে এসব কথা জানা গেছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস গতকাল বলেন, সেরামের টিকার পরের চালান পেতে ভারতের কাছে গত সপ্তাহে বাংলাদেশএকটি চিঠি পাঠিয়েছিল। ভারত শনিবার ওই চিঠির জবাব দিয়েছে। এখনই যে তারা টিকা রপ্তানি করতে পারছে না, সেই ইঙ্গিত চিঠিতে রয়েছে।
মাশফি বিনতে শামস আরও জানান, টিকা রপ্তানি বিষয়ে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছে। তারা বারবার চুক্তি অনুযায়ী টিকা দেওয়ার কথা বলছে। তবে কবে সেটা দেবে, সেটা জানাচ্ছে না। যদিও বাংলাদেশের জন্য লোকজনকে দ্বিতীয় ডোজের টিকা দিতে হলে টিকা কবে আসবে, সেই সময়টাও জানা
… [Trackback]
[…] Find More to that Topic: doinikdak.com/news/9391 […]
… [Trackback]
[…] Read More to that Topic: doinikdak.com/news/9391 […]
… [Trackback]
[…] Find More Information here to that Topic: doinikdak.com/news/9391 […]
… [Trackback]
[…] There you can find 27623 more Info to that Topic: doinikdak.com/news/9391 […]