ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
জরুরি ছাড়া ভারতের সঙ্গে যাতায়াত বন্ধ করা দরকার: জাতীয় কমিটি
Reporter Name

করোনা ভাইরাস সংক্রমণ বন্ধে জনগণকে সচেতন করার চেষ্টা করছে সরকার। একেবারেই জরুরি প্রয়োজন ছাড়া ভারতের সঙ্গে যাতায়াত বন্ধ করা দরকার বলে সাংবাদিকদের জানিয়েছেন কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ।

তিনি জানান, জাতীয় কমিটি এ নিয়ে আলোচনা করেছে। দ্রুতই সরকারকে তারা এ সুপারিশ করবেন।

তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে খুব বেশি যাতায়াত হলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি অবশ্যই থাকে। আমরা বর্ডারে কড়াকড়ি করতে বলছি। আসা-যাওয়া সীমিত করতে হবে। এর মানে একেবারে প্রয়োজন ছাড়া কেউ ভ্রমণ করবেন না। কোনোরকম পর্যটন, বিনোদন বা সাধারণ কারণে যাতায়াত বন্ধ করা যেতে পারে।

অধ্যাপক ডা. সহিদুল্লাহ বলেন, ভারতের সঙ্গে যোগাযোগ যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, সীমিত করতে না পারি এবং কোয়ারেন্টিন করতে না পারি তাহলে এটা তো ছড়িয়ে পড়বেই।

প্রসঙ্গত, ভারতে আশঙ্কাজনক হারে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে। ডাবল ও ট্রিবল মিউট্যান্ট ভাইরাসের কথা শোনা যাচ্ছে। নতুন এই ভ্যারিয়েন্ট বাংলাদেশে চলে আসার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর যদি এ ভ্যারিয়েন্ট বাংলাদেশে চলেই আসে তাহলে সেটা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাতে কুলাবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

3 responses to “জরুরি ছাড়া ভারতের সঙ্গে যাতায়াত বন্ধ করা দরকার: জাতীয় কমিটি”

  1. … [Trackback]

    […] Find More Info here to that Topic: doinikdak.com/news/9317 […]

  2. … [Trackback]

    […] Find More here to that Topic: doinikdak.com/news/9317 […]

  3. al togel says:

    … [Trackback]

    […] There you will find 83751 additional Info to that Topic: doinikdak.com/news/9317 […]

Leave a Reply

Your email address will not be published.

x