ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন
হরতাল: ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ
Reporter Name

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের ডাকা হরতালে দলটির নেতাকর্মীরা ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের কমপক্ষে ৪০টি স্পটে টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড দিয়েছে।

তবে শহরের আইনশৃঙ্খলা রক্ষায় শহরের বিভিন্ন পয়েন্টে বিজিবি, পুলিশ, এবিপিএনসহ আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে।

রোববার সকাল থেকেই হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হরতালের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সভা করে।

উল্লেখ্য, শনিবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া রণক্ষেত্রে পরিণত হয়। জেলার বিভিন্ন স্থানে সংর্ঘষে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাজিদুর রহমান জানিয়েছেন। এছাড়াও আরও অনেক ছাত্র গুরুতর আহত হয় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

x