করোনা মহামারীর এই কঠিন সময়েও প্রতি বছরের মতো এই বারো পবিত্র মাহে রমজান উপলক্ষে বাঁশখালী একতা পরিষদের এর পক্ষ থেকে অসহায় ছিন্নমূল, কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১০টয় পশ্চিম শীলকূপ বিকাল ৩টায় বাঁশখালী পৌর-সভার ভাদালিয়া দারুল উলম মাদ্রাসা, বিকেল ৪টায় সরল আমিরিয়া উচ্চবিদ্যালয় ও প্রথমবারের মতো তিন ধাপে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা.মোহাম্মদ আলী,সভাপতি মোঃ হারুন,মোঃ ফরিদ, মাওলানা কামাল উদ্দীন, মনির ইসলাম,মুবিনুল হক সহ প্রমুখ।
… [Trackback]
[…] Info to that Topic: doinikdak.com/news/9096 […]