বাংলাদেশের গড়া বড় সংগ্রহের জবাবে শ্রীলঙ্কাও করছে দারুণ ব্যাটিং। ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্টে চতুর্থ দিনের প্রথম সেশন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৩১ রান। ৭ উইকেট অক্ষত রেখে ২১০ রানে পিছিয়ে স্বাগতিকরা।
দেড়শ’র কাছে পৌঁছে গেছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। চতুর্থ উইকেট জুটিতে তার সঙ্গী ধনাঞ্জয়া ডি সিলভা রয়েছেন সেঞ্চুরির পথে।
পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম সেশনে বাংলাদেশ দেখেনি সাফল্যের মুখ। করুনারত্নে ১৩৯ ও ধনাঞ্জয়া ৭৪ রানে অপরাজিত আছেন। জুটিতে দুজন যোগ করেছেন ১৪১ রান।
১৯০ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে করুনারত্নে ও ধনাঞ্জয়া প্রতিরোধ গড়ে স্বাগতিকদের নিয়ে গেছেন শক্ত অবস্থানে।
তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৩ উইকেটে ২২৯ রান। চতুর্থ দিনের প্রথম সেশনে তারা যোগ করেছে ১০২ রান। খেলা হয়েছে ৩১ ওভার।
টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে। তৃতীয় দিনের লাঞ্চ বিরতির ৩০ মিনিট আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।
নিউজ সোর্সঃ করুনারত্নে ও ধনাঞ্জয়ার ব্যাটে জবাব দিচ্ছে শ্রীলঙ্কা