ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
করুনারত্নের ব্যাটে শ্রীলঙ্কার প্রতিরোধ
Reporter Name

১১৪ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে চা বিরতিতে যাওয়া শ্রীলঙ্কা শেষ সেশনে হারিয়েছে দুটি উইকেট। পড়ন্ত বিকেলে আরও একাধিক সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ব্যক্তিগত ৭৯ রানের মাথায় লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের ফিরতি ক্যাচ ছেড়েছেন তাইজুল ইসলাম।

ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান। বাংলাদেশের চেয়ে ৩১২ রানে পিছিয়ে স্বাগতিকরা।

নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

জবাবে শ্রীলঙ্কা ব্যাটে ভালোই প্রতিরোধ গড়েছে। করুনারত্নে ৮৫ ও ধনঞ্জয়া ডি সিলভা ২৬ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।

৫৮ রান করা লাহিরু থিরিমান্নেকে এলবিডব্লিউ করে প্রথম সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ। ফার্নান্দোকে (২০) সাজঘরে পাঠান তাসকিন আহমেদ। দিনের শেষ উইকেটটি নেন তাইজুল ইসলাম। ফেরান ম্যাথুসকে (২৫)।

শুরুর আট ওভারের মধ্যেই চার বোলার ব্যবহার করেছেন মুমিনুল হক। ভিন্ন পরিকল্পনায় শুরুতে সফল হতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ক্যান্ডিতে স্বাগতিক শ্রীলঙ্কার ওপেনিং জুটি সফরকারী বোলারদের অনেকক্ষণ অপেক্ষায় রেখে বিচ্ছিন্ন হয় শতরান উপহার দিয়ে।

x