ইশরাত জান্নাতুল ইভা,জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জগদীশ চন্দ্র সরকার এবং কিংস কলেজ লন্ডন এর রসায়ন বিভাগের অধ্যাপক গ্রায়েম হোগাথʼ এর যৌথ উদ্যোগে আমেরিকান কেমিক্যাল সোসাইটি (ACS) কর্তৃক (১৩এপ্রিল ,২০২১) ইমপ্যাক্ট ফ্যাক্টর (IF 52.758) জার্নাল Chemical Reviews -এ আর্টিকেল প্রকাশ করে।
যৌথভাবে প্রকাশিত আর্টিকেল এর শিরোনাম হলো-“Dithiocarbamate Complexs as Single Source Precursors to Nanoscale Binary, Ternary and Quaternary Metal Sulfide.”
এ রিভিউ পেপারে মলিক্যুলার ও ম্যাটেরিয়ালস রসায়নের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে যেখানে ডাইথায়োকার্বামেট যৌথ থেকে মেটাল সালফাইড ন্যানোমেটেরিয়ালস তৈরি করা হয় এবং ডাইথায়োকার্বামেটই একমাত্র বিক্রিয়ক বা উৎস।
উল্লেখ্য ১৯২৪ সাল থেকে প্রকাশিত ACS তাদের সবচেয়ে জনপ্রিয়, সর্বাধিক উল্লেখ্যযোগ্য কেমিক্যাল রিভিউ প্রকাশ করেছে। বাংলাদেশের একমাত্র জগদীশ চন্দ্র সরকার- এর আমেরিকান কেমিক্যাল সোসাইটি (ACS) কর্তৃক ইমপ্যাক্ট ফ্যাক্টর (IF 52.758) জার্নাল Chemical Reviews -এ আর্টিকেল প্রকাশ করে।
এই বিষয়ে জগদীশ চন্দ্র সরকার বলেন, “আমি খুবই আনন্দিত যে প্রথম বাংলাদেশী রসায়নবিদ হিসেবে এতো উচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টরের জার্নালে আমার আর্টিকেল প্রকাশিত হয়েছে। আমি যখন জার্মানিতে অনুষ্ঠিতব্য ৬৭তম নোবেল লরিয়েট মিটিং এ যায় তখন ৩০ জন নোবেলজয়ী বিজ্ঞানীর সাথে এক সপ্তাহের জন্য নিবিড়ভাবে মতবিনিময়ের পর আমার ভিতরে গবেষণা নিয়ে আরো উচ্চ উৎসাহ জাগে।তবে এতো দ্রুত সফলতা আসবে ভাবিনি কখনো।তরুন গবেষকদের উদ্দেশ্যে তিনি বলেন-এই বিষয়ে গবেষণা করতে তেমন খরচ লাগবে না তাই তরুন গবেষকরা এবং যাদের গবেষণায় পর্যাপ্ত অর্থ নেই তারা চাইলে এই বিষয় নিয়ে গবেষণা করতে পারে,যা কম খরচে বিশ্বমানের গবেষণা করা যায়।
… [Trackback]
[…] Find More Info here on that Topic: doinikdak.com/news/8926 […]
… [Trackback]
[…] Read More here to that Topic: doinikdak.com/news/8926 […]
… [Trackback]
[…] Info on that Topic: doinikdak.com/news/8926 […]