ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৫ অপরাহ্ন
অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছেন উপমন্ত্রী এনামুল হক শামীম
Reporter Name

মোঃ ইউনুস আলী- শরীয়তপুরঃ বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও দুস্থদের মাঝে  খাদ্য  পৌঁছে দিচ্ছেন পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর (নড়িয়া-সখিপুর)-২ আসনের সংসদ সদস্য একে.এম এনামুল হক শামীম।

বৃহস্পতিবার (২২ এপ্রিল ) পদ্মার তীরবর্তী ভাঙ্গন কবলিত কেদারপুর -মুলফৎগঞ্জ এলাকায় নগদ অর্থ,বত্র এবং ত্রাণ সামগ্রী বিতরন করেন।এছাড়া অন‍‍্যান‍্য নেতা কর্মীদেরকেও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেন। জাজিরা-নড়িয়ার বেড়িবাধ প্রদর্শন করেন।

তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, সরকার গরীব কৃষকদের জন‍্য স্বল্প সুদে কৃষি ঋণ ও বিনা মূল‍্যে সার বিতরণ সহ বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিয়েছেন । কৃষকের মুখে হাসি দেখলে শেখ হাসিনা হাসেন, কৃষকের চোখে পানি দেখলে তার মন কাঁদে। করোনা কালীন সময়ে কেউ ভয় পাবেননা সবাই সচেতন থাকবেন।

এসময়  উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা কর্মকর্তা জয়ন্তী রূপা রায়, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, পৌরসভা মেয়র এ‍্যাডভোকেট আবুল কালাম আজাদ ও সহযোগী অঙ্গ ঠনের অন‍্যান‍্য সিনিয়র নেতাকর্মী বৃন্দ।

One response to “অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছেন উপমন্ত্রী এনামুল হক শামীম”

  1. … [Trackback]

    […] Find More here to that Topic: doinikdak.com/news/8841 […]

Leave a Reply

Your email address will not be published.

x