ফাইজার কিংবা অ্যাস্ট্রাজেনেকার টিকার এক ডোজই করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমাতে পারে। এছাড়া অন্য সব বয়সীদের মতোই ৭৫ এর বেশি বয়সীদের ক্ষেত্রেও টিকা একইভাবে কাজ করে।
যুক্তরাজ্যের একটি গবেষণায় এতথ্য দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদেনে জানিয়েছে বিবিসি।
দ্য অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ড যৌথভাবে এই গবেষণা চালিয়েছে। যুক্তরাজ্যের ৩ লাখ ৭০ হাজার মানুষের করোনা পরীক্ষার ভিত্তিতে পরিচালিত এই গবেষণাটি নিয়ে এখনো পর্যালোচনা হয়নি। এটি প্রকাশিতও হয়নি।
গবেষকরা জানিয়েছেন, অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের টিকা গ্রহণ করেছেন এমন সব বসয়ী ব্যক্তিদের শরীরে শক্তিশালী অ্যান্টিবডির তৈরি হয়েছে। টিকার দুটি ডোজ নেওয়ার পর সবার মধ্যে কার্যকর প্রতিক্রিয়া তৈরি হয়েছে।