ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা আট দফার নির্বাচনে আর বাকি আছে মাত্র দুই দফা।
এই বাকি থাকা দুই দফার আগে কোনো গণ র্যালি, পদযাত্রা বা রোডশো করা যাবে না। কলকাতা হাইকোর্ট করোনাভাইরাস মহামারী রোধে পদক্ষেপ নেওয়ার আদেশ দিলে বৃহস্পতিবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত জানায় সেখানকার নির্বাচন কমিশন।
কমিশন জানিয়েছে, আগের সব র্যালির আদেশ ও রোডশো বাতিল হয়ে গেলো।শুধু সেই সব মিটিং আয়োজন করা যাবে যেখানে ৫০০ জনের বেশি সমাগম হবে না।
দুই দিন আগে পশ্চিমবঙ্গে একদিনে সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে যায়। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ হাজার ৯৪৮ জন। মৃত্যু হয় ৫৬ জনের।
ভোটের র্যালি থেকে করোনাভাইরাস প্রবলভাবে ছড়াবে উপলব্ধি করে আদালত কমিশনের কাছে ব্যবস্থা গ্রহণের একটি প্রতিবেদন চেয়েছিলো। বিচারক বলেন, কমিশন সঠিক পদক্ষেপ না নিলে যা দরকার আমরাই করবো।
তৃণমূল নেত্রী ও মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও তার সব রাজনৈতিক র্যালি বাতিল করেছেন। করোনাভাইরাসের কারণে ভারতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা চলছে। সুপ্রীম কোর্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কাছে জাতীয় পরিকল্পনা চেয়েছে।
করোনাভাইরাস মহামারীর তীব্রতার মধ্যেই সেখানে ছয় দফার ভোট অনুষ্ঠিত হয়েছে।
পশ্চিমবঙ্গে ২৭ মার্চ প্রথম দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ হয়, পয়লা এপ্রিল দ্বিতীয় দফায় ৩০টি আসনে, ৬ এপ্রিল তৃতীয় দফায়, চতুর্থ দফায় ১০ এপ্রিল ও পঞ্চম দফায় ১৭ এপ্রিল ৪৫টি আসনে ও ষষ্ঠ দফায় ২২ এপ্রিল ভোট নেওয়া হয়।
আগামী ২৬ ও ২৯ এপ্রিল শেষ দুই দফার ভোট গ্রহণ নেওয়া হবে। ২ মে পশ্চিমবঙ্গসহ আরও কয়েকটি রাজ্যে হওয়া বিধানসভা নির্বাচনের সবগুলো ফলাফল ঘোষণা করা হবে।
Leave a Reply