সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫ গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনায় নারী সহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানাগেছে,
২১ এপ্রিল বুধবার সন্ধ্যা ও রাতে উপজেলার কামিনীপুর, রমাপতিপুর, চিতুলিয়া, খাশিলা ও পশ্চিম ভবানীপুর গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, কামিনীপুর গ্রামের রমিজ আলী, রুবেল মিয়া, শাহিন মিয়া, আনোয়ার হোসেন, রহিম মিয়া, সিরাজ মিয়া, সেলিম মিয়া, আক্কল মিয়া, শাহিনুর রহমান, সুফিয়ান মিয়া, শফিকুল বারী, খালেদা বারী, আতিকুননুর। রমাপতিপুর গ্রামের আকমল হোসেন, আজিজুল ইসলাম, দুলাল মিয়া, শিপু মিয়া, সুহেল মিয়া, রুমেল মিয়া, আনহার মিয়া, জুনায়েদ মিয়া। চিতুলিয়া গ্রামের ফাতেমা বেগম, রাসেল মিয়া, খাশিলা গ্রামের রব্বানী মিয়া ও পশ্চিম ভবানীপুর গ্রামের তুরন মিয়া ও রাহেলা বেগম।
আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে কয়েক জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
… [Trackback]
[…] Info to that Topic: doinikdak.com/news/8649 […]