ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
রেমিট্যান্স যোদ্ধা ভাইয়ের লাশ আনতে ভাইয়ের আবেদন
Reporter Name

পেয়ার আহাম্মদ চৌধুরীঃ সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় মোশাররফ হোসেন (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। তিনি ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের পশ্চিম ছিলোনীয়া গ্রামের হাজী রুহুল আমীনের ছেলে।

নিহতের সহোদর মোঃ আলী হোসেন জানান, বিগত ১৮ বছর যাবত তার ভাই মোশাররফ সৌদি আরবের আল কাসিম এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছেন। রবিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ সময় বিকাল ৩টার দিকে তিনি দোকানের জন্য ট্রলি করে মালামাল নিয়ে আসার পথে আল দোকনা নামক স্থানে পৌছলে দূর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আলী হোসেন জানান, নিহত মোশাররফের ৭ ও ৫ বছর বয়সী দুই ছেলে রয়েছে।

লাশ দেশে নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট দপ্তরে অনলাইনে আবেদন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে অফিস-আদালত বন্ধ থাকলেও সংশ্লিষ্টরা আন্তরিক হলে তিনি তার ভাইকে দেশে এনে সমাধি করতে পারবেন বলে প্রত্যাশা করেন।

x