ঢাকা, বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
ঈদের অগ্রিম উপহার নিয়ে বলিউডের সুপারস্টার অভিনেতা সালমান খান
Reporter Name

বলিউডের সুপারস্টার অভিনেতা সালমান খান। ‘এক কথার মানুষ’ হিসেবে সুনাম আছে তার। যিনি কথা দিয়েছিলেন, যতো যাই কিছু হোক নিজের প্রতীক্ষিত সিনেমা ‘রাধে’ সিনেমা হলেই মুক্তি দিবেন! ওটিটির এই যুগে তিনি কথা রাখতে যাচ্ছেন!

আসন্ন ঈদ উপলক্ষে দর্শককে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চলেছেন সালমান। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে এলো ‘রাধে’র ট্রেলার।

প্রায় এক যুগ পর রুপালি পর্দায় ফিরছে ‘রাধে’।‘ওয়ান্টেড’ ছবিতে জাঁদরেল পুলিশ অফিসার রাধের ভূমিকায় দেখা গিয়েছিল সালমানকে, চলতি বছর ঈদে আরো একবার সেই ভূমিকাতেই ফিরছেন সালমান।

যদিও সালমান বার বার বলেছেন, ‘রাধে’ বলিউডের জনপ্রিয় ছবি ‘ওয়ান্টেড’ এর সিক্যুয়াল নয়।

গত বছরে ঈদে মুক্তির কথা ছিলো রাধে। কিন্তু করোনার কারণে দীর্ঘ এক বছর দেরিতে মুক্তি পেতে চলেছে ছবিটি। সালমান জানিয়েছেন, ১৩ মে মুক্তি পাবে ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। করোনার কথা মাথায় রেখে মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাবে ছবিটি।

ট্রেলারে আহামরি কিছু দেখা যায়নি। সচরাচর সিনেমায় সালমানকে যেভাবে দেখা যায়, তেমনটাই দেখা গেছে। অ্যাকশন, রোমান্স আর ডায়ালগ!

প্রভু দেবার পরিচালনায় এই ছবিতে দিশা পাটনির সঙ্গে রোমান্স করতে দেখা যাবে সালমানকে, অন্যদিকে ভিলেনের ভূমিকায় রয়েছেন রণদীপ হুদা। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যাকি শ্রফ।

3 responses to “ঈদের অগ্রিম উপহার নিয়ে বলিউডের সুপারস্টার অভিনেতা সালমান খান”

  1. … [Trackback]

    […] Find More Info here to that Topic: doinikdak.com/news/8533 […]

  2. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/8533 […]

  3. … [Trackback]

    […] Here you will find 59710 additional Information on that Topic: doinikdak.com/news/8533 […]

Leave a Reply

Your email address will not be published.

x