কবিতা: শ্রী বিপ্লব জলদাস, বোয়ালখালী, চট্টগ্রাম, বাংলাদেশ
তুই তো এখন ভালোই আছিস
পরের ঘরে গিয়ে,
কাটছে আমার মন্দ আহা,
অতীত স্মৃতি নিয়ে।
ঘুমের ঘোরে যখন আমি
স্বপ্নে দেখি রোজ,
কল্পনাতে হারাই তোকে
করি আবার খোঁজ।
কত স্মৃতি জড়িয়ে ছিল
মনের বাগান জুড়ে,
আজও আমি জীবন কাটাই
এপার ওপার ঘুরে।
সত্যি যদি অতীতটাকে
পেতাম আবার ফিরে,
ভালবাসায় জড়িয়ে নিতাম
প্রেমের বাহুডোরে।