টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি কুড়ালেন নাজমুল হোসেন শান্ত
ক্যান্ডির পাল্লেকেলে মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান। বুধবার চার হাঁকিয়ে ম্যাজিক্যাল ফিগারে পৌঁছেন শান্ত। ২৩৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
এতে শান্ত হাঁকান ১২টি চার ও একটি ছক্কা। ২০১৭ সালের নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চে টেস্ট অভিষেক হয় নাজমুল হোসেন শান্তর। ছয় ম্যাচের টেস্ট ক্যারিয়ারে শান্তর ঝুলিতে রয়েছে আর একটি হাফ সেঞ্চুরি। পাল্লেকেলেতে বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরি মিস করে তামিম ইকবাল।