ঢাকা, শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
জুঁইকে বাঁচাতে সাহায্যের আবেদন
Reporter Name

জটিল রোগে আক্রান্ত ছোট্ট শিশু জুঁইকে বাঁচাতে সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে শিশুটির পরিবার।

তার পরিবার সূত্রে জানা যায়, শিশু জুঁই বোনম্যারো ফেইল রোগে আক্রান্ত। যার কারণে তার শরীরে রক্ত উৎপাদন ক্ষমতা হ্রাস পায়।

বর্তমানে চিকিৎসার খরচ যোগাতে সকলের কাছে সাহায্য চেয়েছে জুঁইয়ের পরিবার। কেউ সাহায্য পাঠাতে চাইলে, বিকাশ নম্বার: ০১৮৬১ ০১৬০৬০ (পার্সোনাল), ০১৭০৫ ০২৩৪২৯ (পার্সোনাল)

ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর ঠিকানা:
মোহসিন হোসেন পারভেজ, ইউনিয়ন ব্যাংক লিমিটেড (হালিশহর শাখা), অ্যাকাউন্ট নাম্বার: ০৩২১১১০০২২৭০৯

মোহসিন হোসেন পারভেজ, ইসলামি ব্যাংক লিমিটেড (পাহাড়তলী শাখা), অ্যাকাউন্ট নাম্বার: ২০৫০২০২০২০৪৪১১৬০৮ নিউজ সোর্সঃ জুঁইকে বাঁচাতে সাহায্যের আবেদন

x