আজ শনিবার ছিল মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবস। এ দিন সকাল থেকেই হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। ইয়াঙ্গুন, মান্দালয়সহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ ক্রমেই সহিংস হয়ে ওঠে। কঠোরভাবে তা দমন করতে শুরু করে জান্তা বাহিনী।
প্রত্যক্ষদর্শী ও মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স বলছে, বিক্ষোভে ৬৪ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।
আজকের দিনকে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর জন্য ‘লজ্জাজনক দিবস’ বলে মন্তব্য করেছে দেশটির নাগরিক সমাজ।
গত ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে উৎখাত করে মিয়ানমারে সামরিক বাহিনী। তারপর থেকে জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে সাধারণ মানুষ।
তবে সেই বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে জান্তা সরকার। আজকের মৃত্যুসহ এখন পর্যন্ত চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা প্রায় ৪০০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে রয়টার্স। নিউজ সোর্সঃ মিয়ানমারে বিক্ষোভে গুলি, নিহত অর্ধশতাধিক