হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারি মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এর আগে হেফাজতের একাধিক নেতা গ্রেফতার বিষয়ক তথ্য জানিয়েছেন।