ঢাকা, শুক্রবার ২৪ মার্চ ২০২৩, ০২:৩৩ পূর্বাহ্ন
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারি মহাসচিব আতাউল্লাহ আমীন গ্রেফতার
Reporter Name

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারি মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এর আগে হেফাজতের একাধিক নেতা গ্রেফতার বিষয়ক তথ্য জানিয়েছেন।

হেফাজতের নেতারা জানান, গত প্রায় দুই সপ্তাহ ধরে রাহমানিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মাওলানা আতাউল্লাহ আমীন। হেফাজত নেতা আতাউল্লাহ আমীনের বিরুদ্ধে ২০১৩ সালের মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলাবাহিনীর সূত্রে জানা গেছে। এ বিষয়ে জানতে চেয়ে রাহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হকের নাম্বারে ফোন করা হলেও যোগাযোগ হয়নি।

Leave a Reply

Your email address will not be published.

x