ঢাকা, সোমবার ২০ মার্চ ২০২৩, ০৬:৩৯ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন
Reporter Name

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো আছে। তার শরীরে জ্বর নেই। রুচি ঠিকঠাক আছে। শ্বাস-প্রশ্বাসের স্যাচুরেশন স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে খালেদা জিয়ার শারীরিক বিষয়ে এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি আরও জানান, ১৪তম দিন পার হলে আবারও বিএনপির চেয়ারপারসনের পরীক্ষা নিরীক্ষা করা হবে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সবাইকে স্বাস্থবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল খালেদা জিয়া মানসিকভাবে শক্ত আছেন উল্লেখ করে তার ব্যক্তিগত চিকিৎসক এফ এম সিদ্দিকী বলেন, আমরা তাকে শ্বাস-প্রশ্বাস ব্যায়ামের পরামর্শ দিয়েছি। তার ব্লাড সুগারসহ অন্যান্য যেসব প্যারামিটার রয়েছে সেগুলো ঠিক আছে। খালেদা জিয়ার কাশি নেই, গলা ব্যথা নেই।’

গত ১০ এপ্রিল করোনা পরীক্ষা করান বিএনপি চেয়ারপারসন। পরদিন পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন তিনি। বেগম জিয়ার পাশাপাশি তার বাসার আরও আটজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published.

x