ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০১:১৩ অপরাহ্ন
অবৈধ পলিথিন কারখানায় অভিযান, সিলগালা-জরিমানা
Reporter Name

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে কারখানাটি সিলগালা এবং ম্যানেজার ও জায়গার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার রৌহায় অবৈধ পলিথিন কারখানায় এ অভিযান পরিচালনা করেন কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান। এ সময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ম্যাজিস্ট্রেট কামরুল হাসান জানান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাত করণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার ম্যানেজারকে ১০ হাজার টাকা ও জমির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


নিউজ সোর্সঃ অবৈধ পলিথিন কারখানায় অভিযান, সিলগালা-জরিমানা

Leave a Reply

Your email address will not be published.

x