ঢাকা, বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
ভোলায় আরো ২৯ জনের শরীরে করোনা শনাক্ত
Reporter Name

আর জে শান্ত,ভোলা: ভোলায় গত ২৪ ঘন্টায় ৮৮ জনের নমুনা পরীক্ষায় আরো ২৯ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হয়েছে ১৫৭৪ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের।

এছাড়া সুস্থ হয়েছে ১০৭৯ জন। ভোলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র সোমবার (২০ এপ্রিল) সকালে তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন দপ্তর সূত্র আরো জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৩ জন, দৌলতখানে ১ জন ও চরফ্যাশন উপজেলায় ৫ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে ৩৪ জন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে এবং ২ জন তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

x