ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
ভাঙচুর, জ্বালাও-পোড়াও করবেন না, হেফাজতকর্মীদের বাবুনগরী
Reporter Name

সোমবার রাতে ফেইসবুক পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় এই আহ্বান জানানোর পাশাপাশি গ্রেপ্তার হেফাজত নেতাদের নিঃশর্ত মুক্তিও দাবি করেন তিনি।

হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে রোববার গ্রেপ্তারের পর বাবুনগরী এই ভিডিও বার্তা দিলেন।

ভিডিও বার্তায় হেফাজত আমির বলেন, “প্রিয় দেশবাসী, হেফাজতে ইসলামের নেতাকর্মী ও তৌহিদি জনতা আপনাদের উদ্দেশ্যে- আপনারা সবুর করুন, ধৈর্য্য ধারণ করুন। কোনো সংঘাতে যাবেন না, কোনো ভাঙচুর, জ্বালাও-পোড়াও করবেন না।

“হেফাজতে ইসলাম ভাঙচুর আর জ্বালাও-পোড়াওতে বিশ্বাস করে না বরং হারাম মনে করে। এগুলোকে জায়েজই মনে করে না।”

‘কিছু কুচক্রী মহল’ গুজব রটাচ্ছে অভিযোগ করে বাবুনগরী বলেন, “মাননীয় সরকারের প্রতি আমার অনুরোধ, আপনারা এ গুজবে কান দেবেন না যে হেফাজতের উদ্দেশ্য হলো অমুক অমুক দলকে ক্ষমতায় বসানো। এটা ডাহা মিথ্যা কথা, নির্জলা মিথ্যাচার।

x