ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন
যে দুই জিনিসের জন্য চরম হাহাকার ভারতে
Reporter Name

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় যখন প্রতিদিন মৃত্যু ও সংক্রমণের নতুন রেকর্ড হচ্ছে ভারতে, তখন সারা দেশ জুড়ে চিকিৎসার জন্য প্রয়োজনীয় দুটি জিনিসের জন্য হাহাকার চরমে পৌঁছেছে। রিপোর্ট বিবিসি।

জিনিস দুটো হলো- রেমডেসিভির ড্রাগ আর মেডিক্যাল অক্সিজেন। রেমডেসিভির জোগাড় করার জন্য রোগীর স্বজনরা হন্যে হয়ে ঘুরছেন।

অন্যদিকে হাসপাতালগুলোতে অক্সিজেন মিলছে না। অনেক কোভিড রোগী অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন বলে অভিযোগ উঠছে।

মুম্বাইতে একাধিক করোনা হাসপাতালের পরিচালক আফজল শেখ স্বীকার করছেন, রেমডেসিভির ওষুধটির তীব্র আকাল আছে- সহজে মিলছেই না। বড় হাসপাতালগুলো কোনোক্রমে পেলেও ছোট হাসপাতালে রেমডেসিভির নেই, সেখানে ভর্তি রোগীর স্বজনরা দিশেহারা হয়ে ঘুরছেন।

এই আলোচিত ওষুধটি ছাড়াও আর একটি পরিচিত ও সাধারণ চিকিৎসা সরঞ্জাম এখন ভারতে চাহিদার তুঙ্গে। সেটি হলো অক্সিজেন।

গুজরাটে সুরাট সিভিল হাসপাতালের ড. পারুল ভাডগামা বলছিলেন, গত বছরের তুলনায় এবার করোনা রোগীদের অক্সিজেনের চাহিদা অন্তত পাঁচগুণ বেশি। ওপিডি-তে যেসব রোগী আসছেন তাদের নব্বই শতাংশই আসছেন স্ট্রেচারে করে। আর তাদের সবারই অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

মুম্বাইয়ের একটি কোভিড হাসপাতালের প্রধান নার্স বলেন, অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতে আমাদের কর্মীরা, ওয়ার্ড বয়রা বহু দূর দূর যাচ্ছেন। এদিকে প্রতি ঘন্টায় চারটে করে সিলিন্ডার শেষ হয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

x