ঢাকা, মঙ্গলবার ৩০ মে ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন
জগন্নাথপুরে মাসুম হত্যা মামলার আরেক আসামী গ্রেফতার
Reporter Name

নিকেশ বৈদ্য, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাসুম হত্যা মামলার আরেক আসামী আবদুল মান্নানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামের মৃত হাসিম উল্লার ছেলে। গ্রেফতারকৃতকে ১৯ এপ্রিল সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে একই গ্রামের সুরুজ আলীর ছেলে রুবেল মিয়া ও মৃত ইছাক উল্লার ছেলে গয়াছ মিয়াকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট ৩ জনকে গ্রেফতার করা হলো।

জানাগেছে, গত ১৬ এপ্রিল শুক্রবার বাড়ির রাস্তা নিয়ে মাসুম আহমদ ও রুবেল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত মাসুম আহমদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ১৫ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে মামলার ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x