কলম্বোয় কোয়ারেন্টিন, অনুশীলন ও নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ শেষে সোমবার টেস্ট সিরিজের ভেন্যু ক্যান্ডি পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানকার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার শুরু প্রথম টেস্ট। একই মাঠে দ্বিতীয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল।
ক্যান্ডির এই ভেন্যুতে আগে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেললেও টেস্ট খেলার অভিজ্ঞতা প্রথমবার হবে বাংলাদেশ
সোমবার দুপুরে শহরটিতে পৌঁছেছে মুমিনুল হকের দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ এ খবর জানিয়েছে।
পাশাপাশি টাইগারদের হোটেল চেক ইনের ভিডিও ক্লিপ ক্রীড়া সাংবাদিকদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে বিসিবি।
ক্যান্ডিতে প্রথম দিন অনুশীলনের সূচি নেই বাংলাদেশ দলের। প্রথম টেস্টের আগে ম্যাচের ভেন্যুতে আগামীকাল মঙ্গলবারই প্রথম ও শেষ অনুশীলন সফরকারীদের। বুধবার মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট।