প্রতিবারের ন্যায় এবারও আব্রুয়ান ফাউন্ডেশনের উদ্যোগে দেশের ৯টি জেলায় মোট ১০০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রমজান সাদাকা প্রোগ্রাম ২০২১-এর অংশ হিসেবে ঠাঁকুরগাও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী উপজেলা, নাটোর, পাবনা, নেত্রকোনা ও ঢাকাসহ ৯টি জেলায় এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে রয়েছে চিনি ২ কেজি, সয়াবিন তেল ১ লিটার, খেজুর ১ কেজি, ছোলা ১ কেজি এবং চিড়া ১ কেজি।
ঢাকা আব্রুয়ান ফাউন্ডেশন প্রতিবারের ন্যায় এবারও অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে।
এছাড়াও প্রতিবছর রমজানে ইফতার সামগ্রী, শীতকালে শীতবস্ত্র, বন্যায় দুর্গতের পাশে দাঁড়ানো ছাড়াও যেকোনো দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আব্রুয়ান ফাউন্ডেশন।
নিউজ সোর্সঃ রমজানে ১০০০ পরিবারকে ইফতার সামগ্রী দিল আব্রুয়ান ফাউন্ডেশন
Leave a Reply