ঢাকা, রবিবার ০৩ নভেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন
জরুরি বৈঠকে বসেছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা
Reporter Name

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় অনলাইনে জরুরি বৈঠকে বসেছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের গ্রেফতার এবং সর্বশেষ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেফতারের পর তারা এ বৈঠকে বসেন।

রোববার ইফতার শেষে হাটহাজারী মাদ্রাসায় এ বৈঠক বসেছে বলে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী।

বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে এটা তিনি বলতে অপারগতা প্রকাশ করে বলেন, বৈঠকে আলোচনার বিষয়টি জানানো হবে।

তবে মাওলানা মামুনুল হকসহ গ্রেফতারকৃত সব নেতাকর্মীদের মুক্তির ব্যাপারে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, হেফাজতের চলমান এই সংকট রাজপথে নয়, আইনিভাবে মোকাবেলা করবে হেফাজত। এমন পরিকল্পনা নিয়ে তারা শীর্ষ নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে সামনের দিকে এগুচ্ছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published.