ঢাকা, শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে নরেন্দ মোদি
Reporter Name

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করছেন। এ সময় তিনি মন্দিরে প্রার্থনায় অংশ নেন।

শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে শ্যামনগর এ. সোবাহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নবনির্মিত হ্যালিপ্যাডে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে অবতরণ করেন।

সাতক্ষীরায় এটি কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম আগমন। মোদির আগমনকে কেন্দ্র করে শ্যামনগরকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার আগমনকে ঘিরে আইনশৃখংলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। নিউজ সোর্সঃ সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে নরেন্দ মোদি

x