ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চায় ডিইউজে
Reporter Name

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেছেন: ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকারের পাশাপাশি সবাইকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।

তিনি গণহত্যার স্বরূপ তুলে ধরতে বেশি বেশি সংবাদ প্রকাশ ও প্রচারের আহ্বান জানান। বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিহত শহীদদের স্মরণে ২৫ মার্চ রাত ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মোমবাতি জ্বালিয়ে শহীদদের শ্রদ্ধা জানায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এসময় তিনি এসব কথা বলেন।

ওই সমাবেশে সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ। ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীন। অনুষ্ঠান শেষে স্বাধীনতার প্রথম প্রহরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন ডিইউজের নেতারা।

মনজুরুল আহসান বুলবুল বলেন: ২৫ মার্চ কালরাত্রিতে পিলখানা, রাজারবাগের পাশাপাশি পাকিস্তানী হানাদার বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয় জাতীয় প্রেসক্লাবসহ দৈনিক সংবাদ, ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যম। এরপরও সাংবাদিকরা স্বদেশের স্বাধীনতার জন্যে কাজ করেছেন। শহীদ হয়েছেন অনেকে।

তিনি মুক্তিযুদ্ধভিত্তিক আরও গবেষণাধর্মী এবং অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান।

ফরিদা ইয়াসমীন বলেন: গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। এজন্য সরকার কাজ করছে। সাংবাদিক সমাজকেও এ বিষয়ে সরকারের পাশে থাকতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন ডিইউজের সাবেক সভাপতি কাজী রফিক, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক দুলাল খান, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, স্বাধীনতা সাংবাদিক পরিষদের সদস্য সচিব হামিদ মোহাম্মদ জসিম, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সভাপতি সুভাস চন্দ বাদল, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সেতু, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের মহাসচিব শাহীন উল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক শাহনাজ সিদ্দিকী সোমা, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের রফিকুল ইসলাম কচি প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিইউজের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোহেল, নির্বাহী সদস্য শাহনাজ এলিস, রাজু আহমেদ, জোবায়ের চৌধুরী।

পরে রাত সাড়ে ১২ টায় স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কমিটির নেতাকর্মিরা।

নিউজ সোর্সঃ ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চায় ডিইউজে

x