ঢাকা, শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল
Reporter Name

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা ভালো আছে। তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন।

তার অক্সিজেন লাগছে না। শনিবার রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভন ফিরোজায় তাকে দেখে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আপাতত খালেদা জিয়াকে বাসা রেখে চিকিৎসা দেয়া হবে বলে উল্লেখ করে ডা. সিদ্দিকী বলেন, তবে যে কোনও সময় প্রয়োজন হলে হাসপাতাল নেয়ার প্রস্তুতি রয়েছে। গত ৩ দিন আগ থেকে ম্যাডামের একটু জ্বর আসছিলো। জ্বরের মাত্রাটা গতকাল সারাদিন এবং রাত পর্যন্ত ১০৩ এর মতো ছিলো।

Leave a Reply

Your email address will not be published.