ঢাকা, রবিবার ১০ নভেম্বর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন
সারাদেশে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখের বেশি
Reporter Name

সারাদেশে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ২১ হাজার ৬১৬ জন। আর প্রথম ডোজের টিকা নিয়েছে ১২ হাজার ১৫৭ জন।

এদের মধ্যে মাত্র চার জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে। আর এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৬ লাখ ৯৯ হাজার ৪২ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে ১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন। এদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৯৬৭ জনের। পাশাপাশি টিকার জন্য মোট নিবন্ধন করেছে ৭১ লাখ ৪ হাজার ৫৬৩ জন।

শনিবার (১৭ এপ্রিল ) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের মোট টিকা নিয়েছেন ১২ হাজার ১৫৭ জন। এদের মধ্যে পুরুষ ৭ হাজার ৬৬৬ জন এবং নারী ৪ হাজার ৪৯১ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ২১ হাজার ৬১৬ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৩ হাজার ৩০৩ জন এবং নারী ৭৮ হাজার ৩১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। আর গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এদিনে সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন এবং নারী সাত হাজার ৩০৩ জন।

Leave a Reply

Your email address will not be published.